মোস্তাফিজকে ছেড়ে দেয়ার কারণ ব্যাখ্যা করলো চেন্নাই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৮:০৮
অ- অ+

২০২৫ সালে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে দলগোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।

আর সেই তালিকায় জায়গা হয়নি গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। সেইসঙ্গে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে তারা ছেড়ে দিয়েছে। এবার রিটেনশন নিয়ে নিজেদের ব্যাখ্যা দিলো ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তারা হলেন- ঋতুরাজ গায়কোয়াড, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি।

নিয়ম অনুযায়ী, নিলামে আরও একজন ক্রিকেটারকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। যদিও তাদের কাছে খুব বেশি টাকা নেই, হাতে রয়েছে আর মাত্র ৫৫ কোটি টাকা।

চেন্নাইয়ের ভান্ডারে যে অর্থ আছে, তাতে যে বড় মাপের ক্রিকেটার তারা পাবেন না, তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন ফ্র্যাঞ্জাইজিটির সিইও কাশী বিশ্বনাথন। তার বক্তব্য, ‘আমরা জানতাম, এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই। কিন্তু আমার মনে হয় না, নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারব।’

খুব বেশি অর্থ না থাকা সত্ত্বেও তারা রিটেশনের বিষয়ে সতর্ক হয়নি। চেন্নাইয়ের সিইও বলেন, ‘আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের আগে এই বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিস্কার ছিল, কোন প্লেয়াররা গত বছরে আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে। তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না।’

আইপিএলের সর্বশেষ আসরের নিলামের একেবারে শেষদিকে মোস্তাফিজের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় তারা।

চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে খেলতে নেমে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে আসন্ন আসরের আগে তাকে নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি চেন্নাই। এদিকে, সৌদি আরবে অনুষ্ঠিতব্য নিলামে বাংলাদেশের ১৩ জন নাম দিয়েছেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা