গাজায় ইসরায়েলের হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। খবর আনাদোলু, আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসারায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
গাজায় ইসরায়েলের গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৭১২ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তিন হাজার ২৫৮ জন আহত হয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৩৬৫ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে।
ঢাকাটাইমস/১৪নভেম্বর/এফএ
মন্তব্য করুন