আমরা সব সময়ই তৈরি, কিন্তু বিসিবি কখনও ডাকে না: রফিকের আক্ষেপ 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৩
অ- অ+

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার বলা হতো মোহাম্মদ রফিককে। স্পিন খেলতে খাবি খেতেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। অবসরের পর বাংলাদেশের এই তারকা স্পিনার ভেবেছিলেন নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন দেশের তরুণ ক্রিকেটারদের মাঝে।

যদিও বিসিবির অবহেলায় জাতীয় দল বা অ্যাকাডেমীর কোচিং প্যানেলে কখনই দেখা যায়নি রফিককে। তবে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করে। রফিক জানিয়েছেন দেশের জন্য তারা কাজ করতে সবসময় তৈরি থাকলেও বিসিবি কখনও তাদের ডাকে না।

গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আর সেখানেই আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন রফিক। আক্ষেপ নিয়ে গণমাধ্যমকে রফিক বলেছেন, 'আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।'

কদিন আগেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত করা হয়েছে মোহাম্মদ সালাহউদ্দিনকে। এর ফলে দেশের কোচদের সম্ভাবনার দুয়ার খুলে গেছে বলে মনে করেন রফিক। দ্রুত ফলাফল না আসলেও দেশি কোচদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট নেয়া এই স্পিনার।

এ প্রসঙ্গে রফিক বলেন, 'আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো প্লেয়ার। আমরা কোচ হিসেবে কাজ করি আমরা হয়তো তাদের টিপস দিচ্ছি।'

তিনি আরও যোগ করেছেন, 'এখানে আমাদের শেখার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কিনা। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছে একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সাড়া বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে সবাই সবাইকে চিনবে। তখন ফলাফলটা ভালো পাবেন।'

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুরাদনগরে মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা