নোয়াখালীতে আলুসহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:১৭| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৪১
অ- অ+

ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্য বৃদ্ধির অপরাধে জড়িত আলুসহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় অংশগ্রহণকারীরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় ছাত্র সমন্বয়ক, দুটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েকজন ভোক্তা বক্তব্য দেন।

বক্তারা বলেন, একদিকে আলুসহ কাঁচা শাক-সবজি প্রান্তিক পর্যায়ে কৃষক ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুনতে হচ্ছে তাদের। অথচ অসাধু আড়তদাররা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে এসব পণ্য। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। মাঝেমধ্যে কিছু অভিযান চালালেও এ সিন্ডিকেটের কিছুই করতে পারছে না সরকার। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদালত অবমাননার অভিযোগ: নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সারজিসকে আইনি নোটিশ
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সংস্কার, বিচার, নির্বাচন– এ তিন কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি: রিজওয়ানা হাসান
একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা