হাওরাঞ্চলের শিক্ষাসহ সার্বিক উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ২১:০১
অ- অ+

হাওরাঞ্চলের শিক্ষাসহ সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘হাওর পাড়ের সন্তান হিসেবে হাওরাঞ্চলের মানুষের শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সার্বিক দিক দিয়ে অনেক অবহেলিত সে বেদনা আমাকে সব সময় পীড়া দেয়। আপনারা আমার কাছে শিক্ষা, যোগাযোগসহ যে সব বিষয়ে উন্নয়নের দাবি করেছেন, আমার মন্ত্রণালয়ের মাধ্যমে যা করা সম্ভব তা আমি করবো এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অচিরেই হাওরাঞ্চলের শিক্ষা, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘হাওরের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করতে এবং কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে পরামর্শ করে সম্মিলিত উন্নয়ন পরিকল্পনা করাই আমার সফরের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি আজ মূলত এখানে এসেছি।’

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান প্রমুখ।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদালত অবমাননার অভিযোগ: নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সারজিসকে আইনি নোটিশ
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সংস্কার, বিচার, নির্বাচন– এ তিন কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি: রিজওয়ানা হাসান
একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা