ঢাকায় আতিফ আসলামের কনসার্টে তারুণ্যের ঢল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:২০| আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৫
অ- অ+

গানে গানে ঢাকা মাতালেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল তুমুল জনপ্রিয় এ শিল্পীর গানের আসর ‘ম্যাজিক্যাল নাইট ২.০’। ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত কনসার্টটিতে এদিন আতিফের গানের সঙ্গে মেতে ওঠেন কয়েক হাজার তরুণ-তরুণী।

এদিন বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া কনসার্টটি চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। আতিফ আসলাম মঞ্চে ওঠার আগে গান পরিবেশন করেন পাকিস্তানের আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। তাদের গান পরিবেশন শেষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বক্তব্যে আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের চিরন্তন গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সবার প্রতি।

রাত পৌনে ৯ টার দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। এসময় ভক্তরা নিজেদের হাতে আঁকা ও আতিফের ছবি সম্বলিত বিভিন্ন লেখা উঁচু করে গায়ককে অভ্যর্থনা জানান। এরপর একটানা রাত সাড়ে ১১টা পর্যন্ত ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ ২৩টি গান পরিবেশন করেন আতিফ। পুরো সময় ধরেই তার গায়কীতে মেতেছিলেন ঢাকার দর্শকরা।

ঢাকায় আতিফের কনসার্টটি নিয়ে গত কয়েকমাস ধরেই বিভিন্ন মাধ্যমে বেশ প্রচারণা করেন আয়োজক প্রতিষ্ঠানসহ আতিফ নিজেও। যার কারণে গায়কের ভক্তদের জানতে বাকি ছিল না তার ঢাকায় আসার খবর। ফলে, শুক্রবারের কনসার্টে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে সরাসরি প্রিয় গায়ককে দেখতে ও গান শুনতে হাজির হন কয়েক হাজার আতিফপ্রেমী।

এদিন রাজধানীর ধানমন্ডি থেকে কনসার্টে আগত জেরিন নামের এক দর্শক ঢাকা টাইমসে বলেন, শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়ার দর্শকের মন জয় করেছে আতিফ। যেমন তার গায়কী, দেখতেও খুব সুদর্শন। অনেক দিনের ইচ্ছাপূরণ হলো প্রিয় গায়ককে সরাসরি দেখে।

আতিফের সরাসরি দেখার অনুভূতি জানতে চাইলে অপর্না রায় নামে আরেক দর্শক বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি তার খুব বড় ভক্ত। ২০১৪ সাল থেকে আমি তাকে পছন্দ করি। একদম কাছ থেকে তাকে দেখতে পেরে আমি খুব এক্সাইটেড।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ।

সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জাল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা