বিদেশ থেকে আনতেন নিত্যনতুন মাদক, পৌঁছাতেন ধনাঢ্য পরিবারের তরুণ-তরুণীদের কাছে 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯
অ- অ+

রাজধানীর গুলশান ও পল্টন এলাকা থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড ও ম্যাজিক মাশরুমের মতো ভয়ংকর মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী মারম্নফুল ইসলাম ওরফে রাজ (২৬), মো. ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭)।

ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃতরা থাইল্যান্ড ও কানাডা থেকে নিত্যনতুন মাদকদ্রব্য আমদানি করে অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে এসব মাদক পৌঁছে দিতেন রাজধানীর ধনাঢ্য পরিবারের তরুণ-তরুণীদের হাতে।

বুধবার রাতে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ।

তিনি বলেন, ঢাকা মহানগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম গুলশান ও পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যনতুন মাদকসহ উচ্চবিত্ত শ্রেণির তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ- ১ কেজি ৪০ গ্রাম, টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত ক্যান্ডি-৬০ গ্রাম, তরল ক্যানাবিনয়েড-৩৮ গ্রাম, ম্যাজিক মাশরুম- ১৮ গ্রাম, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ- ৮.৫ লিটার ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা।

গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে জানায়, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে আসেন তারা। অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে এসব মাদক পৌঁছে দেওয়া হয়।

ডিএনসির উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ-তরুণী এসব মাদক ক্রয় ও সেবন করেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি
অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
টাঙ্গাইলে লেবুবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ 
বিস্ফোরক মামলা: কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ জওয়ান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা