শেখ হাসিনা দেশে ফিরবেন হত্যার আসামি হিসেবে: শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসতে হলে খুনের আসামি হিসেবে আসবেন, তবে রাজনৈতিক নেতা হিসেবে নয়। ’

শনিবার দুপুরে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, ‘শেখ হাসিনা সংবিধানকে একটি দলের মেনিফেস্টো বানিয়ে ছিল। স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করেছেন। সেই সংবিধানের আমরা পরিবর্তন চাই। সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা মাঠে লড়াই করে আসছি।’

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।

(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা