স্বৈরাচার হাসিনা ১৬ বছরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল: নীরব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

স্বৈরাচার হাসিনা ১৬ বছরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। জনগণ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে এটাই আমাদের লক্ষ্য।

শনিবার রাজধানীর নাখালপাড়া রেলগেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যেকোনো উসকানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। দেশ ও মানবতার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ডানে-বামে আওয়ামী লীগের দালাল, ভারতের এজেন্টরা বসে আছে; তাদেরকে সরাতে হবে। তাদেরকে বড় চেয়ারে বসিয়ে রেখে জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হবে। এখনো সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের দালাল বসে আছে। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে।’

তিনি আরও বলেন, ভারত সাম্প্রদায়িকতার ধুয়া তুলে বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু এতে কাজ হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। বরং ভারতের অহংকার, আগ্রাসন ও শোষণ নীতির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দেবে বলেও জানান বিএনপির এই নেতা।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা