আওয়ামী লীগের নাম শুনলেই ঘৃণা করছে মানুষ: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫২
অ- অ+

প্রথমবারের মতো ফেনীতে প্রকাশ্যে গণসমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এছাড়া বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ।

প্রধান অতিথির বক্তৃতায় মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। নাম শুনলেই ঘৃণা করছে। দেশের টাকা পাচারকারী চোরদের মানুষ প্রতিহত করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন। বাংলাদেশের মানুষ আর কাউকে লুটপাট করতে দেবে না।যারাই ক্ষমতায় আসতে চান সাবধান হয়ে যান।

এসময় এবি পার্টির এ নেতা ভারতের সঙ্গে আর কোনো গোপন চুক্তি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

তিনি দাবি তোলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তা ফেনীর শহীদদের নামে করতে হবে।

সমাবেশে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে। ওদের পাওয়া যাবে জাদুঘরে। দিল্লির দাসত্বের দিন শেষ। ফেনী নদীর পানির হিস্যা বুঝিয়ে দিতে হবে। বন্যায় ডুবিয়ে মারা চলবে না। ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে।

এবি পার্টি ফেনী জেলা কমিটির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মো. শাহ আলম বাদল, দলের ফেনী জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা