ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে: নীরব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩
অ- অ+

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ কোনও ষড়যন্ত্র মেনে নেবে না।’

সোমবার আমরা জাতীয়তাবাদী পরিবার শেরে বাংলা নগর থানা আয়োজিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। অথচ মিথ্যা তথ্য দিয়ে ভারতের মিডিয়াগুলো একের পর এক অপতথ্য প্রকাশ করছে। ভারতের এই মিথ্যা অপপ্রচারের ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, যে ফ্যাসিবাদ শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্র-জনতা আগস্টে নিজের রক্ত ঢেলে দিয়ে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাই এখন দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এই নতুন স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বৈরাচারের পতন হলেও এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। তাই ঐক্যের কোনো বিকল্প নেই।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা