১৬ বছর ছাত্রদের শেখ পরিবারের মিথ্যা, কাল্পনিক ইতিহাস শিখানো হয়েছে: অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বিগত ১৬ বছর ছাত্রদের শেখ পরিবারের মিথ্যা, কাল্পনিক ইতিহাস শিখানো হয়েছে। ভারত থেকে বই ছাপিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের মুদ্রণ শিল্পকে।

সোমবার ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এবার ছাত্র-ছাত্রীরা জানবে ১৯৭৪ এর দুর্ভিক্ষের ইতিহাস, স্পীকার শাহেদ আলী ও সিরাজ শিকদার হত্যার ইতিহাস, ব্যাংক ডাকাতির ইতিহাস, মা-বোনদের অপহরণের ইতিহাস, ভোট ডাকাতি ও ভোটারবিহীন নির্বাচনের ইতিহাস, উন্নয়নের কথা বলে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করার ইতিহাস।

কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক শেখ আমজাদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, কলেজের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও কলেজ শিক্ষক কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মাহবুব বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা