সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩
অ- অ+

সৌদি আরবে ছাদ থেকে পড়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মো. সবুজ মিয়া (২৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃত মো. সবুজ মিয়া উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আবদুল কাদির মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সবুজ মিয়া গত ৭ মাস আগে সৌদি আরবে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যান। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে দীর্ঘ ৭ মাস চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের বাবা আব্দুল কাদির বলেন, ‘সবুজ আমার বড় ছেলে ছিল। সে কাজের জন্য খুব পরিশ্রমী। বাড়িতে মাছ ধরার কাজের পাশাপাশি নিজ বাড়িতে একটি দোকান চালাতেন। সংসারের সুখের জন্য গত দেড় বছর আগে সবুজ সৌদি আরবে যায়। সৌদিতে প্রথম দিকে সে কষ্ট করলেও পরে তার ভালো অবস্থান তৈরি হয়। সাত মাস আগে খবর পেলাম সেখানে নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে এক তলা ভবন থেকে নিচে পড়ে যায়। সৌদিতে সাত মাস চিকিৎসাধীন থেকে সোমবার হাসপাতালে তার মৃত্যু হয়। আমার ছেলে ছাড়া দুনিয়ায় আর কেউ নেই, পুরা সংসারই এখন এলোমেলো হয়ে গেল। তার স্ত্রী এক সন্তান নিয়ে বিধবা হলো। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার ভাতিজা সৌদি প্রবাসী কাশেম বলল, তার লাশ দেশে পাঠাবে না, সৌদিতেই দাফন করবে। কারণ লাশ দেশে পাঠাতে অনেক ঝামেলা ও ব্যয়বহুল। আমার পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত ছেলের লাশ দেখতে পারবে না এই দুঃখ সইবার নয়।’

এলাকার ইউপি মেম্বার মো. রাশিদ মিয়া বলেন, ‘পরিবারটি দরিদ্র। সুখের আশায় সবুজ সৌদিতে গিয়েছিল। সেখানে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে প্রথমে গুরুতর আহত হয়। সাত মাস চিকিৎসা শেষে সোমবার রাতে সে হাসপাতালে মৃত্যুবরণ করেছে শুনলাম। পরিবারটি অসহায় হয়ে গেল। এমন মৃত্যু দুঃখের। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের কারো কিছু করার নেই।’

(ঢাকা টাইমস/১০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কম্বোডিয়ায় দেখার আছে অনেক কিছু
রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই
স্টারলিংকের সংযোগ যেভাবে পাওয়া যাবে
ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা