২৮৪ কোটি টাকা ব্যয়ে সয়াবিন তেল-মসুর ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ২০:৩৩| আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২১:১৩
অ- অ+

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৮৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল ক্রয় করবে সরকার।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫ সালের প্রথম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি ক্রয় প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয় কমিটি। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির এ সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭১.৯৫ টাকা পয়সা।

এ ছাড়াও সরকার ৯৪ দশমিক ৯৫ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এতে ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা