সরাইলে শেষ হলো ১৮১তম ঐতিহ্যবাহী পাগলামেলা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:২২| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঐতিহ্যবাহী ১৮১তম পাগলামেলা শেষ হয়েছে রবিবার সকালে।

শাহবাজপুর গ্রামের দরগাপাড়ায় সৈয়দ আবুল মোকাররম বোগদাদি (রহ.) -এর বার্ষিক ১৮১ উরস ঘিরে পাগলামেলার আসর জমে উঠেছিল। এটা পরিণত হয়েছিল এই জনপদের মানুষের মিলন মেলায়।

মাজার কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সৈয়দ আবুল হাসনাত বাবুল মিয়া জানান, তার পূর্বপুরুষ সুফি সৈয়দ আবুল মোকাররম বোগদাদি ৭০০ বছর আগে প্রয়াত হন। প্রয়াত ওই সুফির স্মরণে মৃত্যুবার্ষিকীর দিনে ৪৮০ বছর আগে প্রথম উরস পালন করেন সৈয়দ মাহুদ হোসেন মিয়া আর উরসকে কেন্দ্র করে ১৮০ বছর আগে মেলার প্রচলন করেন তার প্রপিতা সৈয়দ হাসান মিয়া।

স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষার্থী ইসমাইল আহমেদ স্বপন জানান, এবারের মেলায় প্রতিদিন লাখো নারী-পুরুষের সমাগম ঘটেছে। প্রতিবছর ১৭ পৌষ থেকে ২০ পৌষ পর্যন্ত আনুষ্ঠানিক মেলা চললেও মেলার রেশ থেকে যায় সপ্তাহব্যাপী।

সারারাত আধ্যাত্মিক ধাঁচের সংগীতে মুখরিত ছিল মাজার প্রাঙ্গণ। এতে অংশ নিয়েছে বাউল সংগীতের ভক্তবৃন্দ।

কাঠের তৈরি আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, নাগরদোলা, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন , প্রসাধনী সামগ্রীর স্টলে পরিপূর্ণ ছিল মেলার মাঠ। তরুণদের সমাগম ছিল বেশি।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এই মেলায় আগে মাছ-তরকারি-সবজিও পাওয়া যেত।

এটি এই গ্রামীণ জনপদবাসীদের কাছে লোকজ উৎসবে রূপ নিয়েছে।

(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা