এবার মালয়েশিয়ায় বাড়ছে এইচএমপিভি আক্রান্ত রোগীর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৪
অ- অ+

চীনের পর এবার মালয়েশিয়ায় হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

২০২০ সালে চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়, যা বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এবার দেশটিতে নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এইচএমপিভি ভাইরাসের কারণে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যায়।

চীনের পর এবার মালয়েশিয়ায় সংক্রমণ বাড়ছে ভাইরাসটির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে।

ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়লে অনেক বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এইচএমপিভি ভাইরাস শীত মৌসুমে বেশি সক্রিয় হয়ে ওঠে। এর কারণে সাধারণত ঠাণ্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।

চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু-জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন।

এইচএমপিভি প্রথম সনাক্ত হয় ২০০১ সালে। এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সূত্র দ্য ইকোনমিক্স টাইমস।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা