মানিকগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সাহিদা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সাহিদা আক্তার উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণ পাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়।
জানা যায়, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় সাহিদা তার মা এবং শাশুড়ি একই বাড়িতে বসবাস করতেন।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘ফজরের নামাজের পর বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করি। কেবিনের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে রান্নার সময়েও তার সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিই। টিনের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখি, সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত সাহিদা আক্তারের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন