রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের সিলেট পর্ব শুরু হয়েছে আজ থেকে। সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। সিলেটে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন অবস্থায় দুর্বার রাজশাহীর বিপক্ষে বরিশালের একাদশ থেকে জায়গা হারিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার। এ ছাড়া বরিশালের একাদশে রাখা হয়নি ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ নবিকে।

তাদের দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও পাকিস্তানের পেসার খান জাহানদাদ। এদিকে রাজশাহীর একাদশে ফেরানো হয়েছে জিসান আলমকে। তরুণ এই ওপেনারকে জায়গায় দিতে বাদ দেয়া হয়েছে সোহাগ গাজীকে।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল (অধিনায়ক), প্রীতম কুমার, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম এবং খান জাহানদাদ।

রাজশাহী একাদশ

মোহাম্মদ হারিস, জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক (অধিনায়ক), আকবর আলী, রায়ান বার্ল, ইয়াসির আলী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা