মাদ্রাসার মাঠে বিশেষ আদালত বন্ধের দাবিতে বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫
অ- অ+

রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে বৃহস্পতিবার থেকে বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর প্রতিবাদে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার রাতভর আন্দোলনের পর এদিন সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।

এসময় আগামী এক ঘণ্টার মধ্যে মাঠের বিষয়ে সমাধান না এলে শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, “স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা