ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে সবাই লাভবান হবে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের দুর্যোগ মোকাবেলায় সবসময়ই ভূমিকা রাখে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শীত মোকাবেলায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের অসহায় দুস্থ এবং ছিন্নমুল মানুষ কেউই যেন শীতে কষ্ট না পায় আমরা সেদিকে লক্ষ্য রাখছি। এই বাংলায় সকলের সুখে শান্তিতে বসবাস করা অধিকার আমরা কায়েম করবো। শীতবস্ত্র বিতরণ ছাড়াও আমরা শিক্ষা, চিকিৎসা বাসস্থানের ব্যবস্থাসহ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। এমনকি স্বৈরাচার সরকারের সময় আমি কারাগারে আটক থাকা অবস্থাতেও উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করেছি। ইসলামী সমাজ কায়েম হলে দল-মত ধর্ম নির্বিশেষে সবাই লাভবান হবে ইনশাআল্লাহ।’
শুক্রবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে তিন হাজার অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজান প্রমুখ।
(ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন