হ্যাজলউড-কামিন্সকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এই আসরকে সামনে রেখে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো।
ইতোমধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড-আফগানিস্তান দল ঘোষণা করে ফেলেছে। এবার শক্তিশালী দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড-প্যাট কামিন্সকে নিয়েই ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড দিয়েছে তারা।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যে দলে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। প্রথমবার আইসিসির কোনও টুর্নামেন্ট খেলবেন এই দুই ক্রিকেটার। তবে পাকিস্তানের কন্ডিশন বিবেচনা করেই খেলোয়াড় বাছাই করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
তিনি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি হোম সিরিজের সঙ্গে জড়িত মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’
অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে পেসারদেরকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিসদের সঙ্গে রয়েছেন মাত্র একজন স্পিনার- অ্যাডাম জাম্পা। ২০১৯ সালের পর থেকে পাকিস্তানে হওয়া ২৩টি ওয়ানডে ম্যাচে পেসারদের সাফল্য চোখে পড়ার মতো। এই সময়ে পেসারদের ইকোনমি ৫.৭৭; উইকেট নিয়েছেন ১৯৯টি। বিপরিতে স্পিনাররা নিয়েছেন ১২০ উইকেট। অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস ও অ্যাডাম জাম্পা।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন