সালথায় বাহারি বরইয়ে সেজেছে বাগান, দাম পেয়ে খুশি কৃষক

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫২| আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:২৩
অ- অ+

ফরিদপুরের সালথায় শতাধিক বাগানে নানা ধরনের আর রঙের বরই আবাদ করা হয়েছে। বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মিরি, নারকেলি, আপেলসহ নানা জাতের বরই শোভা পাচ্ছে এসব বাগানে। ইতোমধ্যে প্রতিটি বাগানের বরই খাওয়ার উপযোগী হয়েছে। বাজারে বরইয়ের দামও বেশ ভালো পাচ্ছে কৃষকরা। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। সম্প্রতি সরেজমিনে বেশ কয়েকটি বাগানে গিয়ে দেখা যায়, বাগানের চারদিকে তাকালে শুধু বরই আর বরই। পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার একেকটি গাছে ঝুলছে আকর্ষণীয় নানা রঙের হাজারো বরই। কোনোটির রং একেবারে সবুজ, কোনোটি লালচে-সবুজ কোনোটি আবার হলদে-সবুজ। ছোট থেকে বড় প্রতিটি গাছে বরইয়ের ভারে ডাল নুইয়ে পড়েছে। কৃষকরা সকাল থেকে বাগানগুলো পরিচর্যা ও দেখাশোনা করছেন।

অন্যদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ফলের দোকানে ঠাঁই পেয়েছে নানা রঙের সুস্বাদু মিষ্টি এসব বরই। ফলের পাশাপাশি বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বড় আকারের কিছু বরই এসেছে বাজারে, যা দেখতে খুবই আকর্ষণীয়, একদম আপেলের মতো। তবে দাম সব ধরনের জাতের প্রায় একই। প্রতিকেজি বরই বর্তমানে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা।

তবে পুরো মৌসুমের সময় বরইয়ের দাম চড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।

সালথা বাজারে বরই কিনতে আসা হাফেজ মিয়া বলেন, মৌসুমি ফল হওয়ার পরও বরইয়ের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিকেজি বরই ১৩০ টাকা থেকে ১৫০ টাকা নিচ্ছে। এই বরই সর্বোচ্চ ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি বিক্রি হলে ভালো হতো। গরিব মানুষ খেতে পারতো।

তবে দোকানিদের দাবি, তারা বেশি দামে বাগান থেকে বরই কিনে এনে প্রতিকেজিতে মাত্র ১০ টাকা লাভ করছেন।

সালথার বরইচাষি মো. এনামুল হোসেন ও কাসেম খান বলেন, বরই বাগান করতে অনেক পরিশ্রম করা লাগে। রাতভর বাগান পাহারা দিতে হয়। খরচ হয় অনেক। এবার আমরা বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের বরইয়ের চারা রোপণ করেছিলাম। রোপণের ৮ মাসের মাথায় সব গাছে বরই ধরেছে। ফলনও হয়েছে ভালো। প্রতিটি গাছে ৩০ থেকে ৪০ কেজি বরই পাচ্ছি। প্রতিকেজি বরই ১০০ থেকে ১২০ টাকা দরে পাইকারি বিক্রি করছি। বাজারে বরইয়ের দাম ভালো হওয়ায় আমরা খুশি।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, লাভ বেশি হওয়ায় সালথায় বরইয়ের আবাদ বেড়েছে। এবারও ৩০ একর জমিতে শতাধিক বরইয়ের বাগান করেছে অন্তত ৫০ জন কৃষক। কৃষি অফিসের পক্ষ থেকে বরইচাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা