মির্জাপুরে লাল মাটি কেটে বিক্রির দায়ে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে শহীদুল দেওয়ান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার তফরপুর ও আজগানা ইউনিয়নের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা গেছে, রাতের আধারে মাটি ব্যবসায়ীরা উপজেলার আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের একাধিকস্থান খননযন্ত্র দিয়ে লাল মাটি কেটে ড্রাম ট্রাকে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান টাকিয়া কদমা, তেলিপাড়া, আজগানাসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় লাল মাটি কেটে বিক্রির সময় শহীদুল দেওয়ান নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে অন্য মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। শহীদুল দেওয়ান বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা।

গত একমাসে মাটি কাটার অপরাধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা