জেনেভা ক্যাম্পের সাহেনশাহ হত্যাসহ একাধিক মামলার আসামি মোক্তার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেনশাহ হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি লালা ওরফে মোক্তার লালাকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার রাতে মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম এলাকা হতে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেল ও কলিন জাম্বু গ্রুপের অন্যতম সদস্য লালা ওরফে মোক্তার লালা (৫৫) মোহাম্মদপুরের আল্লাহ করিম এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে র‌্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে লালাকে গ্রেপ্তার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদের তথ্যে র‌্যাব জানায়, সে ‘কলিন জাম্বু গ্রুপ’ এর সদস্য এবং মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেলের অন্যতম সহযোগী তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাহেনশাহ হত্যাসহ তিনটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হতে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৭ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের আশঙ্কা
রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ড্যাবের নির্বাচন: হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা