জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচে হামলা, বিবৃতিতে যা বললো বাফুফে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
অ- অ+

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটনায় ম্যাচটি স্থগিত করা হয়েছিল।

হামলা-ভাঙচুর করে ম্যাচ ভণ্ডুল করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্থগিত ম্যাচটি বাফুফের আওতাধীন না হলেও ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে নিন্দা জানিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। একই সঙ্গে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে বাফুফে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য, এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।'

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ ও মাদরাসার ছাত্রদের একটি দল মাঠের টিনের বেড়া ভাঙচুর করে নারীদের ফুটবল খেলায় বাধা দেয় বলে অভিযোগ উঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নারীদের ফুটবলে বাধা দেয়ার ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত হচ্ছে। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারও বিব্রত। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়েও এই ঘটনা আলোচিত হয়েছে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় হামাসের র্শীষ নেতা মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ পাওয়া গেছে, দাবি সৌদির সংবাদমাধ্যমের
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫
আখাউড়ায় সরকারি ভূমি দখলমুক্ত, জরিমানা
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে যা জানাল ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা