ঈশ্বরদীতে স্কুলের মাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক!

পলাশ হোসেন, পাবনা
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে।

সোহেল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা টাকা দিয়ে স্কুল মাঠ ভাড়া নেওয়ার কথা জানালেও প্রধান শিক্ষক আব্দুল হান্নান তা অস্বীকার করছেন।

জানা গেছে, প্রায় দেড় মাস ধরে ওই প্রাথমিক বিদ্যালয় মাঠে সোহেল ইঞ্জিনিয়ারিং বড় বড় ভারী মালামাল রেখে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাজ করছেন। এ ছাড়া প্রজেক্টে কর্মরত তাদের কর্মচারীদের থাকার জন্য সেখানে বানানো হয়েছে অস্থায়ী ঘর।

স্থানীয়রা জানান, স্কুল মাঠে ঠিকাদারি প্রতিষ্ঠান ভারী মালামাল রেখে ব্যবহার করার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা দেখা দিয়েছে। খেলাধুলায় বিঘ্ন ঘটার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ অর্থের বিনিময়ে এভাবে ভাড়া দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠছে জনমনে।

স্থানীয়দের অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এর আগে স্কুলের মাঠটি আরও দুটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছিলেন। সেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন এভাবেই তাদের মালামাল রেখে কাজ করেছে।

সোহেল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশনের সুপারভাইজার কিফাত আহমেদ জানান, প্রধান শিক্ষককে ২৫ হাজার টাকা দিয়ে মাঠটি এক মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে টাকা দিয়েই তারা কাজ করছেন।

বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান টাকার বিনিময়ে স্কুল মাঠ ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেন তিনি বলেন, ‘টাকা নিয়ে মাঠ ভাড়া দেওয়ার কথা সত্য নয়। কে বা কারা ভাড়া দিয়েছে এটা আমি জানি না।’

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা