জয়পুরহাটে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩
অ- অ+

জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকা ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- কুমিল্লার কতোয়ালী থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট শহরের সাখিদারপাড়া গ্রামের সোলেমান প্রামাণিকের মেয়ে নাজমা বেগম (৪০) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সাইকোট গ্রামের সুলতানের মেয়ে নাসরিন আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের উদ্দেশে কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে রওনা দিয়েছিল নাজমা বেগম, নাসরিন আক্তার ও রুবেল হোসেন নামে মাদক কারবারিরা। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ।

এ সময় প্রাইভেটকারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে দুই নারীসহ গাড়ি থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘আটককৃতদের আজ (বুধবার) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেগুন গাছে টমেটো’ চাষে শহিদুল্লাহর চমক, লাভের মুখ দেখছেন কৃষকেরা
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছাত্রীর
সোনাগাজীর মানুষকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. সৈয়দ তাহের
‘৩ হাজার বিড়ি নিয়ে সৌদিতে হজ এজেন্সির মালিক, ফেরার পথে আড়াই কেজি সোনাসহ ধরা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা