বগুড়ায় বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১
অ- অ+

বগুড়ায় বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা। মঙ্গলবার জেলার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সুজাইতপুর দক্ষিণপাড়া থেকে এটি উদ্ধার করা হয়।

তীরের সভাপতি মো. হোসেন রহমান বলেন, সুজাইতপুরে গন্ধগোকুলটি আটক করে রাখা হয়েছে এমন খবর পাই আমরা। পরে কেন্দ্রীয় কমিটির পরামর্শে আমরা দুপুর ১২টার দিকে এটি উদ্ধার করি। এরপর গন্ধগোকুলটি বগুড়ার সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গন্ধগোকুল প্রজাতিটি সংরক্ষিত এবং জাতিসংঘের পরিবেশ-বন্যপ্রাণীবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের (আইইউসিএন) মতে, বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। পাশাপাশি বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এটি সংরক্ষিত ঘোষণা করা হয়। নিশাচর এ প্রাণীটি একসময় প্রচুর পাওয়া গেলেও বর্তমানে প্রাণীটি তেমন চোখে পড়ে না।

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর উত্তরবঙ্গে পরিবেশ জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটাগরিতে জাতীয় পদক পায়।

বন বিভাগের বগুড়া সদরের রেঞ্জ কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘উদ্ধার করার পর গন্ধগোকুল আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণীটি কিছুটা অসুস্থ। সুস্থ করে দুই-এক দিন পরে এটি অবমুক্ত করা হবে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা