টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) মিয়ানমার থেকে পাচারকালে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী আদমের জোড়া এলাকার নাফ নদীর তীর সংলগ্ন দুর্গম এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ওই চার লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আশিকুর রহমান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ খবরে বৃহস্পতিবার ভোরে নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর এবং নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান করে। এসময় রাত দেড়টার দিকে ৪-৫ ব্যক্তি নৌকায় করে নাফ নদীর অপর প্রান্ত থেকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভেতর দিয়ে মাদক পাচার করছিলেন। পাচারকারীরা আগে থেকেই ওত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলাভূমি ও জঙ্গল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এলাকা অবরুদ্ধ করে অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশি শেষে কেওড়া বাগানের জঙ্গল, নদীর তীর এবং বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি বিশেষভাবে মোড়কজাত ব্যাগ এবং বস্তার ভেতরে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা