শ্রীপুরে নারী শ্রমিকের আত্মহত্যা   

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শরিফা আক্তার (২৮) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ওমর ফারুকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত শরিফা খাতুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের শহিদ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।

জানা গেছে, ৫/৬ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের সফিকুল ইসলামের সাথে শরিফার বিয়ে হয়। উপজেলার মুলাইদ এলাকায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই ছিল।

ভাড়াটিয়ারা জানান, কারখানা থেকে কাজ শেষ করে বুধবার রাতে বাড়িতে আসেন শরিফা। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু ভোরে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে তার রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মাহবুব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা