সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৮| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩
অ- অ+

সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচটি ম্যুরাল ও একটি মাজার ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতা সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে প্রথমে সুনামগঞ্জ পৌরসভার সামনের জড়ো হয়। সেখানে পৌরসভা প্রাঙ্গণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে।

এরপর পর্যায়ক্রমে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের সামনের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এছাড়াও রাতেই তারা সুনামগঞ্জ শহরের হাছননগরে হোসেন বখত চত্বরের পাশেই ডংকা শাহ্ মোকাম নামের একটি মাজারও ভেঙে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দোজ্জা বলেন, ‘দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সেগুলোকে আমরা ভেঙে দিতে চাই। যাতে দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয়। সেজন্য সুনামগঞ্জের সব ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।’

(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা