অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়ায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের জমিদার পাড়ার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন