জামালপুরে চারটি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭
অ- অ+

জামালপুর সদরে লাইসেন্স না থাকায় চারটি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

সোমবার ঢাকা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি এই অভিযান পরিচালনা করেন।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।

জানা যায়, জামালপুর সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিজ, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিজ, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিক্স, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিক্স এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, সরকারি নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জামালপুর শহরের আশপাশের এলাকায় এসব ইটভাটায় ইট প্রস্তুত করে আসছিল। এসব ইটভাটার বিরুদ্ধে সরকারি কর ফাঁকি দেওয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, পরিবেশের ক্ষতি ও সরকারি নিয়ম ভঙ্গ করে এসব ইটভাটা ইট প্রস্তুত করতো। আজকে চারটি ইটভাটার মালিকদেরকে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন আটক
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা