হরিরামপুরে পেঁয়াজখেতের পাশে মিলল যুবলীগ নেতার মরদেহ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজখেতের পাশ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে৷ তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভাদিয়াখোলা গ্রামে গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমজাদ৷ রাত ১০টার দিকে ভাদিয়াখোলা বাজারে বাবার সাথে তার দেখা হয়। আমজাদ বাবাকে বলেন, ‘তুমি বাড়ি যাও। আমি আসতেছি।’ এরপর রাতে আর আমজাদ বাড়িতে ফেরেননি৷ সকালে সরফদিনগর এলাকার ফসলের মাঠে পেঁয়াজখেতের পাশের একটি পুকুরের (স্থানীয়ভাবে ডাঙ্গা নামে পরিচিত) পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা