গণহত্যার অভিযোগে এএসপি জাবেদ ইকবাল গ্রেপ্তার

জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এএসপি জাবেদ ইকবাল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর প্রেক্ষিতে বিকালে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের আগে জাবেদ ইকবাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ছিলেন।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন