‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা হলেন প্রকৌশলী সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিমকে (সিআইপি)।

এছাড়া আবুল কাশেম নামে অপর একজনকেও সংগঠনটির উপদেষ্টা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযয়েছে।

এদিকে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে উদ্দেশে আমাকে এ পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা পালনে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

এছাড়া নিজের নির্বাচনি এলাকা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতাও জানান প্রকৌশলী সেলিম।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা