কেরু কোম্পানি চত্বরে পাওয়া বোমা সাদৃশ্য বস্তুটি ককটেল: পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের চত্বরে লাল টেপ মোড়ানো বস্তুটি ককটেল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে র্যাব- এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এই সন্দেহজনক হওয়ায় দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। এই নিয়ে দিনব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়। বোমা সাদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘রাতে রাজশাহী থেকে আসা বোমা নিস্ক্রিয় একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা জানিয়েছেন এটি ককটেল। পরে সেটি নিস্ক্রিয় করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন