চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে সুসংবাদ পেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৬
অ- অ+

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আর মাত্র তিনদনি পরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে এবারের আসর শুরুর আগেই সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন ইনজুরি।

একের পর এক ইনজুরির কারণে বলতে গেলে ঝরে গিয়েছেন অনেক তারকা। ইংল্যান্ডের স্কোয়াডেও ছিল এমন ইনজুরির থাবা। জ্যাকব বেথেল ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। শঙ্কা ছিল আরেক ব্যাটার বেন ডাকেটকে নিয়েও।

কিন্তু শেষ সময়ে ইংল্যান্ডকে স্বস্তিই দিয়েছেন ডাকেট। গ্রোয়েন ইনজুরির কারণে শঙ্কায় ছিল তার চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। সেই শঙ্কা পার করে ফিট হয়ে উঠেছেন এই ওপেনার। ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। পুরো সিরিজে ইংল্যান্ড ব্যর্থ হলেও ব্যাট হাতে সময়টা একেবারেই মন্দ যায়নি বেন ডাকেটের। সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে পেয়েছিলেন ২ ফিফটির দেখা।

ফিল সল্টের সঙ্গে বেন ডাকেটের উদ্বোধনী জুটি প্রায় সব ম্যাচেই ইংল্যান্ডকে দিয়েছে উড়ন্ত সূচনা। পাকিস্তানের ফ্লাট উইকেটেও পাওয়ারপ্লেতে এই দুজনের জুটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে কখনো চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ না পাওয়া দলটি।

ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ড উড়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই চলছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এরইমাঝে স্ক্যান শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানালো, খুব বড় রকমের চোটে পড়েননি ডাকেট। ২২ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন ডাকেট।

ইংল্যান্ড স্কোয়াডে যত ইনজুরি

১৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড। তার আগে বেশকিছু ইনজুরি নিয়েই ভাবতে হচ্ছে তাদের। জ্যাকব বেথেল এরইমাঝে ছিটকে গিয়েছেন। সেখানে ডাক পেয়েছেন সমারসেটের ব্যাটার টম ব্যান্টন। স্কোয়াডে থাকা জেমি স্মিথ মাংসপেশির ইনজুরির কারণে মিস করেছেন ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।

পেস বোলিং বিভাগেও আছে ইনজুরির হানা। ব্রেইডন কার্স পায়ের পাতার ইনজুরি এবং জেমি ওভারটন ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। হাতে কেটে যাওয়ার চিকিৎসা চলছে জফরা আর্চারের জন্য।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা