সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর কাওসার গ্রেপ্তার

সুনামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাওসার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতিও ছিলেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডেবিল হান্ট অপারেশনে শহরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি সরকার পতনের ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন