সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭
অ- অ+

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১৫০০ নতুন শিক্ষার্থীকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান রক্ষা, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির অনারেবল এডভাইজার আজিজুল বারী (শিপু)। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য একাগ্রতা, পরিশ্রম এবং সৃজনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগী ও আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. একরামল ইসলাম, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. হাবিবুর রহমান কামাল।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। এতে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্বও অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরা ইউনিভার্সিটির সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউনিভার্সিটি প্রশাসন জানায়, তারা তাদের একাডেমিক ও পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল সামরিক সরকার, ডিসেম্বরে নির্বাচন
জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল
ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা