সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪
অ- অ+

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের বাসিন্দা ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম (৪২), সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. কাওছার (৩৩), সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবননগর গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা ও নোয়ারাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০), মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা