সিরাজদিখানে আলুর ভালো ফলনেও হতাশ কৃষক

মো. রুবেল বেপারী, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭
অ- অ+

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় আগাম আলু উঠতে শুরু করছে। তবে আলুর দাম কম বলে হতাশায় কৃষক। অনেকের জমিতে আলু পরিপক্ব হলেও দাম না থাকায় জমি থেকে তুলছেন না।

কৃষকরা বলছেন, তাদের উৎপাদিত খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু। তাই এ মুহূর্তে আলু বিক্রি করলে বড় লোকসান গুনতে হবে তাদের।

সরেজমিনে উপজেলার সিরাজদিখান বাজারে গিয়ে দেখা যায় ১৫-১৮ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। কৃষকদের দাবি তাদের ১ কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে ২৪-২৫ টাকা।

এ বছর আলু রোপণের মৌসমে জমি জমার পাশাপাশি সার, বীজ, শ্রমিকের দাম বেশি থাকায় অন্যান্যা বছরের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। কিন্তু আলুর দাম এ বছর অনেক কম। তাই কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

তবে সরেজমিনে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলুর রাজধানী খ্যাত এই অঞ্চলে বিস্তীর্ণ জমিতে এখন শুধুই সবুজের সমারোহ। সবে কিছু কিছু ‍উচু জমির আলু উঠতে শুরু করেছে।

কৃষকদের দাবি, তাদের লোকসান এড়াতে সরকারিভাবে আলু কিনে মজুদ করা হোক। ধানের মতো আলুও যদি সরকারিভাবে মজুদ ও বিক্রি করা হয়, তাতে কৃষক লাভবান হবেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা