আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ষষ্ঠ ধাপে আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
মুক্তি পাওয়া ছয় জনের মধ্যে একজন হলেন- হিশাম আল-সায়েদ, ২০১৫ সালের ২০ এপ্রিল নিরাপত্তা বেষ্টনী ভেঙে গাজা উপত্যকায় অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করে হামাস। এছাড়া দুই জনের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কর্মী তাল শোহাম এবং আভেরা মেঙ্গিস্তু, যারা ২০১৪ সালে সন্দেহজনক ভাবে গাজায় প্রবেশের সময় বন্দী হন।
মুক্তি পাওয়া অপর তিনজন হলেন— এলিয়া কোহেন, ওমর শেম-টোভ, ওমর ওয়েনকার্ট। তাদের ২০২৩ সালের ৭ অক্টোবর জিম্মি করে ফিলিস্তিনি গোষ্ঠীটি।
শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সশস্ত্র অংশ সারায়া আল-কুদস সদস্যরা প্রথমে দক্ষিণ গাজার রাফাহ থেকে তাল শোহাম এবং আভেরা মেঙ্গিস্তুকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।
পরে মধ্য গাজা উপত্যকার নুসেইরাত থেকে এলিয়া কোহেন, ওমর শেম-টোভ, ওমর ওয়েনকার্টকে মুক্তি দেয় হামাস।
এদিন সন্ধ্যায় ষষ্ঠ জিম্মি, হিশাম আল-সায়েদ কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই রেড ক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, জিম্মিদের গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী এবং শিন বেট ইউনিটের কাছে নিরাপদে পৌঁছেছে।
এদিকে ৬ ইসরায়েলি জিম্মির বিনিময়ে আজ ৬২০ জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেবে ইসরায়েল।
প্রসঙ্গত, টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে ১৯ জানুয়ারী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী: প্রতিটি ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি শুরুর পর হামাস এখন পর্যন্ত ২৫ জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে ৭৬৬ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী অন্যতম দেশ মিশর জানিয়েছিল, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে মোট এক হাজার ৮৯০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন