বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আকন্দ উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত আকন্দ শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজও তিনি হালকা বৃষ্টির মধ্যে জমিতে কাজ করতে যান। এক পর্যায়ে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন