রিজার্ভ বেড়ে প্রায় ২১ বিলিয়ন ডলার দাঁড়াল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫
অ- অ+

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বর্তমানে বেড়ে প্রায় ২১ বিলিয়ন (২০.৮৫ বিলিয়ন) ডলারে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

মূলত রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ওপর ভর করে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম- অনুযায়ী দেশের রিজার্ভ এখন ২০.৮৫ বিলিয়ন ডলার বা হাজার ৮৫ কোটি ডলার।

আর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ২৬.১১ বিলিয়ন বা হাজার ৬১১ কোটি ডলারে দাঁড়াল।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরও একটি হিসাব রয়েছে, ব্যয়যোগ্য রিজার্ভ। তথ্য শুধু আইএমএফকে জানানো হয়। এই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের কিছু বেশি।

একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে .৯৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা। জানুয়ারি মাসে ২১৯ কোটি (.১৯ বিলিয়ন ডলার) ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা