ময়মনসিংহে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০
অ- অ+

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবেদ আলী তারাকান্দা উপজেলার পশ্চিম পাগুলি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবেদ আলী। এরপর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে এলাকাবাসী ফিশারিতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, মরদেহ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ে‌ বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা