কলকাতা ও ওড়িশায় ভূমিকম্প, ঢাকায়ও অনুভূত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প আঘাত হেনেছে। ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে এই ভূমিকম্পর উৎপত্তি বঙ্গোপসাগরে এবং ভূপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওড়িশাতেও। এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি।
লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং আশেপাশে কয়েকটি এলাকায় অনুভূত হয়।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন