চট্টগ্রাম বন্দরের ৭৪ ওয়াচম্যানকে নিরাপত্তা প্রশিক্ষণ কোস্ট গার্ডের

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১
অ- অ+

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৭৪ জন ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে কোস্ট গার্ড পূর্ব জোন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা জানান, বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো বহির্নোঙ্গরে অবস্থানকালে দেশীয় এজেন্টের নিয়োগ করা ওয়াচম্যানরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু অদক্ষ অপ্রশিক্ষিত ওয়াচম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজগুলোতে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। ফলে বাংলাদেশের সমুদ্রবন্দরের মান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ হয়।

কোস্ট গার্ড মনে করে, বিদেশি বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ওয়াচম্যানদের যুগোপযোগী, দক্ষ দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রথমবারের মতো বন্দর ওয়াচম্যানদের পাঁচ দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দেয়।

বুনিয়াদি প্রশিক্ষণে চট্টগ্রাম বন্দরের ৭৪ জন ওয়াচম্যান অংশ নেন।

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, জাহাজে অগ্নিনির্বাপণ সমুদ্রে জীবন রক্ষাবিষয়ক বিভিন্ন সংস্থাকে যেকোনো ধরনের বুনিয়াদি প্রশিক্ষণ দিতে ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানান সিয়াম-উল-হক।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা