বড় ম্যাচের আগে দুঃসংবাদ রিয়াল শিবিরে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩
অ- অ+

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ রিয়াল মাদ্রিদ। তবে সাম্প্রতিক সময়ে চোটই যেন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের। যার জন্য ভুগতে হচ্ছে তাদের। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

কিন্তু তার আগে বড় ধাক্কা খেল লস ব্লাঙ্কোরা। ইনজুরির কারণে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝ মাঠের অন্যতম প্রাণ দানি সেবায়োস।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে হাঁটুতে ব্যথা পান সেবায়োস। এরপর বেশিক্ষণ মাঠেও থাকতে পারেননি তিনি।

তখন তার ইনজুরির ধরন ও মাত্রা সম্পর্কে জানা না গেলেও এবার মেডিকেল প্রতিবেদন প্রকাশ করেছে মাদিদ্র। স্বাস্থ্য পরীক্ষায় জানানো হয়, বাঁ হাঁটুর টেনডনে মারাত্মক ব্যথা পেয়েছেন সেবায়োস। অবশ্য এ ইনজুরি থেকে সুস্থ হতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি রিয়াল।

তবে বেশ কিছু স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, এ ধরনের ইনজুরি থেকে ফিট হতে প্রায় দুই মাস লেগে যেতে পারে। ফলে লা লিগার বেশকিছু ম্যাচ তো অবশ্যই, খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও।

আগামী ৪ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর ১২ মার্চ দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর মোকাবিলা করবে রিয়াল।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বন্যার শঙ্কায় চরের মানুষ
ফিরে দেখা ২১ জুলাই: কারফিউ, মৃত্যু, আগুন ও হাকোর্টের রায়
ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধ করে কাঁঠালের বীজ, শরীরের হিমোগ্লোবিনও বাড়ায়
চার বিভাগে ভারী বৃষ্টিসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা