অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ২১ দিনে এ নিয়ে মোট ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হলো ডেভিল হান্ট অপারেশনে।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪০৪ জন।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র—
এআইজি ইনামুল হক সাগর জানান, দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন